কোটা সংস্কার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। ওই কর্মসূচি সফল করতে নেত্রকোনার মদন উপজেলার মদন সরকারি কলেজ মোড়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সেখানেই শিক্ষার্থীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালায়।
‘আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের জন্য এবং পরে দেখা গেল সেই ছাত্রদেরই পেটানো হচ্ছে। ধৈর্যের সীমা অতিক্রম হয় ১৬ তারিখ। একজন এসে বুক চিতিয়ে দিল আর আপনি গুলি করে দিলেন? এটা দেখার পর সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত ঘরে বসে থাকবে না।’